সিলেট থেকে বিকাল বার্তা প্রতিবেদক:
সিলেটের বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে একটি নোহা গাড়িসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে পৌরশহরের সুপাতলায় এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-জুড়ী থানার পূর্ব গোয়ালবাড়ি গ্রামের লালু মিয়ার ছেলে জলিল (৩০) ও বিয়ানীবাজারের লামা নিদনপুর গ্রামের মাসুক উদ্দিনের ছেলে বিলাল আহমদ (২৫)।
পুলিশ জানায়, পৌরশহরের সুপাতলা এলাকার সিএনজি স্টেশনের আশপাশে একটি নোহা (ঢাকামেট্রো-ছ-১৪-০৭১৯) গাড়িতে কয়েকজন অপরিচিত যুবককে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করেন স্থানীয়রা। এ সময় অপরিচিতদের কথাবার্তা সন্দেহ হলে তল্লাশিকালে তাদের কাছ থেকে একটি তালা কাটার যন্ত্র, রামদা, লোহার শাবল, জিআই পাইপ ও চায়নিজ কুড়াল সদৃশ অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কৌশলে গাড়ির ড্রাইভার জালাল (২৫) সহ অন্যরা পালিয়ে যায়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় মামলা (নং-০১, ধারা-৩৯৯/৪০২, তাং ০১-০৯-২০২৪ইং) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ