বিকাল বার্তা ডেস্ক :: সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে ফেন্সিডিলের চালানসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ৩৪৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলো- কানাইঘাট উপজেলার দনা রাতাছড়া গ্রামের এমন উদ্দিন (৫০) ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মজলিসপুর গ্রামের মো. রুবেল মিয়া (২৭)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মুখপাত্র সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
র্যাব জানায়, মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিএসসি কোম্পানির একটি দল বিয়ানীবাজার থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। অভিযানে জব্দ করা হয় ৩৪৯ বোতল ফেন্সিডিল। এ ঘটনঅয় ধৃতদের বিরুদ্ধে র্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী জব্দকৃত আলামতসহ মাদক কারবারীদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ