থেকে বিকাল বার্তা প্রতিবেদক ::
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর সিলেটের রাজপথে এখন চলছে সাধারণ মানুষের উল্লাস।
আজ সোমবার বিকেল সোয়া ৩টার দিকে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে সারাদেশে। সাথে সাথে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ মিছিল নিয়ে রাজপথে বেরিয়ে আসে।
নগরীর আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্টে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকেন তারা। তবে আজ আর রাজপথে পুলিশের উপস্থিতি দেখা যায়নি।
তবে বিকেল সোয়া ৪টার দিকে নগরীর বিভিন্ন স্থানে সরকারি স্থাপনায় আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।
এ রিোর্ট লেখার পর্যন্ত রাজপথে মানুষের উল্লাস চলছিল।