বিকাল বার্তা ডেস্ক:
সিলেটের দুই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারে আবাসিক হোটেলে আটকে অনৈতিক কাজ করানোর ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে শাহপরাণ থানা পুলিশ অভিযান চালিয়ে পীরেরবাজার এলাকার টিকরপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন শাহনাজ বেগম ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু। তারা টিকর পাড়ার বাসিন্দা। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৮ এপ্রিল ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরির প্রলোভনে শাহপরাণ মাজার গেট থেকে দুই কিশোরীকে শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু কক্সবাজারে নিয়ে যায়। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে ওই দুই কিশোরীকে কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটক রেখে অনৈতিক কাজে বাধ্য করে। একপর্যায়ে দুই কিশোরী সিলেটে পালিয়ে আসে।
পরে তারা অসুস্থ হয়ে পড়লে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী এক কিশোরীর মা বাদী হয়ে রোববার রাতে শাহপরাণ থানায় মামলা করেন। মামলার এক দিন পর অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ