সিলেট থেকে বিকাল বার্তা প্রতিবেদক :: সিলেট মহানগরীর ৩২ নং ওয়ার্ডে সংখ্যালগো পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে এবাদুল হক চৌধুরী (খতন) নামের এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় আওয়ামীলীগ নেতা এবাদুল হক চৌধুরীর (খতন) এর তালতো ভাই সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। সেই প্রভাবশালী আওয়ামীলীগ নেতার প্রভাব খাঁটিয়ে দলীয় পরিচয়ে গত ২০/০৯/২০২৩ ইং তারিখে এবাদুল হক চৌধুরী খতন সংখ্যালগো প্রবাসীর ক্রয়কৃত মালিকানাধীন দখলীয় জমির দেয়ালে রাতের আঁধারে জোরপূর্বক সাইনবোর্ড সাঁটিয়ে দেয়, ভুক্তভোগী জানতে পেরে পরের দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করলে তারা কোন সমাধান দিতে পারেন নাই। পরে সংখ্যালগো প্রবাসীর ভুক্তভোগী ভাই অর্জুন চন্দ গত ২০/১০/২০২৩ ইং তারিখে এসএমপির শাহপরান (রহ:) থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করেন, যাহার নং ১১৫২/২৩ইং। সাধারণ ডায়েরী দায়ের করার ৯ মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত পুলিশ কোন তদন্ত করেনি বা বিষয়টি নিয়ে বাদী-বিবাদীকে থানায় তলব করেনি। এর একমাত্র কারণ আওয়ামীলীগ সরকার ক্ষমতায়, এবং দখলদার ভূমিখেকো সিলেট মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের নিকট আত্মীয়।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ-অভ্যুত্থানে
সরকারের পতন হলে সারা দেশে অরাজকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এসময় সংখ্যালগুদের বাড়ীঘরে অগ্নিসংযোগ এবং জমি দখলের অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের তীর বিএনপি-জামায়াত ও আন্দোলন কারীছাত্রদের উপরওঠে যাহা নিয়ে প্রতিবেশী ভারত বাংলাদেশের মৌলবাদী মুসলিমদের দায়ী করে অথচ বিভিন্ন মাদরাসার ছাত্ররা রাতজেগে হিন্দুধর্মের উপাসনালয় পাহারা দেয়। সেই মৌলবাদীদের উপর দোষ চাপাতে সুযোগ কাজে লাগিয়ে এবাদুল হক চৌধুরী খতন প্রবাসী রিপন চন্দের স্ত্রী বাপ্পি চন্দ এর সাফ কবলা মূলে রেজিস্ট্রি কৃত ৫ শতক জমির সীমানা প্রাচীর ভেঙ্গে গত ০৭/০৮/২০২৪ ইং তারিখে রাতের আঁধারে জোরপূর্বক ২ শতক জমি দখল করে টিনসেট ঘর তৈরি করে, যাহা সরেজমিনে পাওয়া যায়। বিষয়টি নিয়ে প্রবাসী রিপন চন্দ এর ভাই অর্জুন চন্দ গত ১০/০৮/২০২৪ ইং তারিখে এসএমপির শাহপরান (রহ:) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা যায় ভুক্তভোগী প্রবাসী রিপন চন্দ গত ২২/১২/২০২১ইং তারিখে
সাগর বর্মন থেকে রেজিষ্ট্রি মূলে মালিক দখলকার হয়েছেন। এর আগে সাগর বর্মন থেকে বায়না সুত্রে মালিক হয়েছেন রতন বাবু, সেই রতন বাবু থেকে ক্রয় করেছেন রিপন চন্দ। দখলকার মালিক স্বত্ত্ববান হয়ে রিপন চন্দ স্ত্রী বাপ্পি চন্দকে দান করেন।
তপশীল বর্ণিত ভূমি মৌজা-দেবপুর, জে, এল, নং এড, এ-৯৬, বি এস ৮১, সাবেক ৪নং খাদিমপাড়া ইউনিয়ন, বর্তমান সিলেট সিটিকর্পোরেশন এর ৩২ নং ওয়ার্ড, থানা- শাহপরান, জেলা- সিলেট।
এ ব্যপারে বিবাদীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তাহার বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে শাহপরান (রহ:) থানার অফিসার ইনচার্জ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন অভিযোগের বিষয়টি জানা নেই তবে অভিযোগ হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।