বিকাল বার্তা প্রতিনিদি>>
ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে সোমবার নগরীর একটি হোটেলে পৈশাচিক নির্যাতনে নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর শিবির সভাপতি শরীফ মাহমুদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট মহানগর সাবেক সভাপতি আলেমে দ্বীন মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুকতাবিস-উন-নূর বলেন, ছাত্রলীগ ক্যাডারদের নিপীড়ন-নির্যাতনে কত ছাত্রের শিক্ষাজীবন নষ্ট করে দিয়েছে তার কোন হিসাব নেই। তিনি বলেন, এদের এই মানসিকতা একদিনে তৈরি হয়নি। এদেশের মানুষের উপর ভারতীয় আধিপত্য চাপিয়ে দেয়ার চিন্তা থেকে তারা এমন হিংস্র হয়ে উঠেছিলো। তিনি সবাইকে ফ্যাসিবাদ বিরোধী ভুমিকা পালন করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার বলেন, আবরার ফাহাদ শাহাদাত বরণের এতদিন পরও সে এদেশের মানুষের প্রতিবাদের প্রতিক হিসেবে জীবন্ত রয়েছে। তিনি বলেন, চারপাশ থেকে ছাত্রশিবিরকে নির্মূল করার যে ষড়যন্ত্র হয়েছিলো তা সফল হয়নি।
সভাপতির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, আবরার ফাহাদ হবে যুগযুগ ধরে ছাত্রদের উজ্জীবনি শক্তি। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এদেশের মানুষের অধিকার রক্ষার প্রতিক। তিনি আরো বলেন, ছাত্রশিবিরের সমস্ত জনশক্তি দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, তাহজীব-তমদ্দুনের উপর যারা আধিপত্য চালায় তাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ভুমিকা পালন করবে।
আলোচনা সভায় সিলেট মহানগর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ