নিউজ ডেস্ক>
অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিলেটে ১৮ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন কাওসার হোসেন (২৮), মো. ফারুক (৪৫), মো. আলী (২৭), উজ্জল আহমদ (২৩), শুভ আহমেদ (২০), মারুফ খান (২০), আব্দুল মজিদ (৩৫), রিমন (২৪), মো. রাসেল (৩০), আল আমিন আহমদ (২৪), হাসেম (২৭), মতিউর রহমান (৩২), রাফি (২২), তিশা আক্তার (৩০), রুমা খাতুন (২২), কেয়া মনি (২৬), জান্নাতুল ফেরদৌস (২৬) ও নিলুফা (২৭)। তাদের কারোর ঠিকানা জানায়নি পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতের কোতোয়ালী মডেল থানার সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে নারী-পুরুষকে গ্রেফতার করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ