সিলেট প্রতিনিধি:;
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) । গত ১৫ বছর ধরে সিলেটে দিনটি নানা কর্মসূচিতে পালন করেছে আওয়ামী লীগ। তাদের পাশাপাশি প্রশাসন ও পেশাজীবি সংগঠনও নানা আয়োজনে দিবসটিতে সম্পৃক্ত থাকতো। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই মন্ত্রী, এমপি ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে। সিলেটেও দেখা মিলছে না দায়িত্বশীল কোন নেতার।
এমন পরিস্থিতিতে সিলেট প্রকাশ্যে শোক দিবস পালন করতে দেখা যায়নি আওয়ামী লীগকে। আর সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল প্রতিকৃতি ম্যুরালটিও ছিল সাদা কাপড়ে আবৃত। অপর প্রান্তে সিলেট জেলা পরিষদের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালও সাদা কাপড়ে ঢাকা ছিল। শ্রদ্ধা জানাতে আসেননি দলের কেউ।
এরআগে ২০২০ সালের ১৯ আগস্ট বঙ্গবন্ধুর এই ম্যুরালের উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী গণমাধ্যমকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের আবৃত করা জগন্য ও বিকৃত রাজনীতির বহিঃপ্রকাশ। সে মানুষটি জাতির পিতা। যার কারণে আমরা এই দেশের একটি মানচিত্র পেয়েছি তাকে ঘিরে এমনটি কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমি বঙ্গবন্ধু ও বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে এর নিন্দা জানাই।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ