বিকাল বার্তা প্রতিবেদক ::
সিলেট মহানগরীর সোবহানীঘাটে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নগরীর সেনপাড়ার জুবেল আহমদ স্বপন। সেদিনের হামলায় তিনি আহত বলে এজাহারে উল্লেখ করেছেন।
মামলায় সাবেক পররাষ্ট্র মন্ত্র্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. জাকির হোসেন খানসহ ৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০০ থেকে ৪০০ জনকে।
এজাহার আমলে নিয়ে এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানাপুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী বেলাল আহমদ।
এদিকে, একই স্থানে আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে আরেকটি মামলা করেছেন সাজন আহমদ সাজু নামের দক্ষিণ সুরমা সরকারি কলেজের এক শিক্ষার্থী।