হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ সিলেটে ২৬ ও ২৭ এপ্রিল ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাহিত্য সম্মেলন ২০২৪। এ সম্মেলন কে ঘিরে আজ থেকে কবিদের আগমন শুরু হয়েছে পূণ্য ভূমি সিলেটে। দুদিন ব্যাপী এ সাহিত্য সম্মেলন ও পদক ২০২৪ এ দুই বাংলার কবি সাহিত্যিকগন উপস্থিত হবেন।
দু-দিন ব্যাপী এ সাহিত্য সম্মেলন ও পদক অনুষ্ঠানে দুই বাংলার কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করে ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা প্রতিযশা সাহিত্যিক শাহ্ মো. সফিনূর সাহিত্য সম্মেলন যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার জন্য সর্বমহলের সহযোগিতা কামনা করেছেন।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সাংসদ সিলেটে অনুষ্ঠিতব্য সাহিত্য সম্মেলন উপলক্ষ্যে ইতিমাধ্যে ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কবি ও সাহিত্যেকগন সিলেটে আসতে শুরু করেছেন।
ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম আয়োজিত - সাহিত্য পদক -২০২৪ সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে যথা সময়েই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কবি ও সংগঠক কবি জামাল আহমেদ বলেন, ইতিমধ্যে আমেরিকা থেকে সকল কর্মব্যস্ততা ফেলে রেখে আল্লাহ পাকের খাছ রহমতে সুস্থ শরীরে সিলেটে এসে আমাদের মাঝে অবস্থান করছেন ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক কবি শাহ্ মোঃ সফিনুর। অনুষ্ঠান-কে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য দেশ বিদেশের অনেক গুণীজন ও ইতিমধ্যে ঝাঁকে ঝাঁকে সিলেটে এসে অবস্থান করছেন। আমরা জানি অনেকেই প্রস্তুুতি ও গ্রহণ করছেন আবার কোন কোন গুনীজনরা রাস্তায় ও আছেন। আগামীকালকালের মাধ্যেই দেশ বিদেশের গুণীজন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটে উপস্থিত হবেন। তিনি আরো বলেন, আমরা সকলের যাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামানা করছি।
অনুষ্ঠান সূচির মাধ্যে রয়েছে শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫ থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা। এবং শনিবার (২৭ এপ্রিল) সাহিত্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সাহিত্যিকদের সম্মাননা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ