1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
সিলেটে কবিদের সম্মাননা প্রদানের মাধ্যমে ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২৪ সম্পন্ন - Bikal barta
৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| দুপুর ১২:৪৭|

সিলেটে কবিদের সম্মাননা প্রদানের মাধ্যমে ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২৪ সম্পন্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় সোমবার, এপ্রিল ২৯, ২০২৪,
  • 134 জন দেখেছেন

 

স্টাফ রিপোর্টার:

ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের আয়োজনে দুদিনব্যাপী সাহিত্য সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ শে এপ্রিল-২৪)। কবি ও সংগঠক শাহ্ মো. সফিনূর এর সভাপতিত্বে ও কবি আবু সালেহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, প্রধান আলোচক বরেণ্য শিক্ষাবিদ গবেষক ও রাষ্ট্রচিন্তক প্রফেসর ড. শহীদ মনজু, মুখ্য আলোচক বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত লেখক সুমন কুমার দাশ, বিশেষ অতিথি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান নিজামী, ভারতের শিক্ষক ও টেলিভিশন শিল্পী ড. দীপা দাস। দু-দিনব্যাপী সাহিত্যিক সম্মেলনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুই বাংলার প্রায় তিন শতাধিক কবি ও সাহিত্যিকগন অংশগ্রহণ করেন। কবি সাহিত্যিকদের পদচারণায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট জ্ঞানীগুণী কবি সাহিত্যিকদের মিলনমেলায় পরিনত হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, কবি সাজেদুল কিবরিয়া তালুকদার, কবি ও বাচিক শিল্পী জোবাইর আহমাদ (শেরপুর), কবি মোঃ নুরুল হক (ব্রাহ্মণবাড়িয়া), কবি শামীম হাসান (মাগুরা), কবি মাফরুহা আহসান মিতু ( ঢাকা), কবি পারভীন আক্তার (যশোর), কবি আব্দুল হামিদ

(বান্দরবান পার্বত্য জেলা), কবি মোঃ সাজ্জাদ হোসেন বিশ্বাস (যশোর), কবি মো: শামছুল হক শামীম (শেরপুর), কবি আবুল কালাম আজাদ (ছাতক,সুনামগঞ্জ), কবি অপু চৌধুরী (হবিগঞ্জ), কবি উত্তম কুমার (পটুয়াখালী), কবি মোঃ সোহেল (নাটাইপাড়া, বগুড়া), কবি মো. দেলোয়ার হোসেন (ঢাকা), কবি নেক পারভীন লায়লা (বরিশাল), কবি নাহার বকুল (ঢাকা), কবি হাফিজুল ইসলাম লস্কর (সিলেট), কবি মোহাম্মদ নাঈম কাকন (ঢাকা), কবি নাজমুন নাহার (চট্টগ্রাম), কবি রওশন আরা রুশো (ঢাকা), কবি মোঃ মকবুল হোসেন বকুল, কবি নাসরিন ইসলাম( ঢাকা), কবি কবির সুমন (কিশোরগঞ্জ), কবি সেলিম হোসেন (শেরপুর, ময়মনসিংহ), মিরাজ উদ্দিন (আসাম, ভারত), কবি ও কণ্ঠ শিল্পী নাসরীণ রীণা (লক্ষ্মীপুর), কবি খলিলুর রহমান জুয়েল

(চৌগাছা, যশোর),

গান পরিবেশন করবেন, কবি শুক্লা রানী দাস (আগরতলা, ভারত), কবি আশীষ খীষা (বান্দরবান পার্বত্য জেলা), কবি রশিদ আহমদ (বান্দরবান পার্বত্য), কবি দেলোয়ার হোসাইন (বান্দরবান পার্বত্য) প্রমুখ। অনুষ্ঠানে দশজন কবিকে রুপ্য পদকসহ চার ক্যাটাগরিতে ৪০ জন কবিকে সম্মাননা প্রদান করা হয়। এবং অনুষ্ঠানে আগত সকল কবিকে উত্তরীয় পড়িয়ে বরণ করা হয়। সাহিত্য সম্মেলনে দেশ-বিদেশ থেকে আগত কবি সাহিত্যিকগন বক্তব্য প্রদান করেন। বক্তারা ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের এরকম মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং সাহিত্য পৃষ্ঠপোষকতার এ অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান। পাশাপাশি সুদৃর প্রবাসে থেকেও শাহ মোঃ সফিনূরের দেশ ও বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসার বহিঃ প্রকাশের প্রশংসা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!