বিকাল বার্তা রিপোর্টার>>শহরতলীর শাহপরাণ থানাধীন বটেশ্বর থেকে ভারতীয় চোরাই চিনি, সুপারিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় চোরাচালানে ব্যবহার করা একটি ডিআই পিকআপ জব্দ করা হয়। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ১৬ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর এলাকার একটি ডিআই পিকআপে অবৈধ ৫৩ বস্তায় ভারতীয় চিনি ও ২ বস্তায় ভারতীয় সুপারি পাওয়া যায়। এসময় এতে জড়িত ২ জনকে আটক করে তারা। এছাড়া চোরাচালানে ব্যবহার করা একটি ডিআই পিকআপ জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন, গোয়াইনঘাট থানার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. বদিউজ্জামান (৩১) ও গোয়াইনঘাট থানার মৃত ময়না মিয়া ছেলে বদরুল আলম (৩৪)। এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের উপর মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ