সিলেট অফিস ::
সিলেটে গত ০১/০৬/২০২৪খ্রি: তারিখ জৈন্তাপুর হরিপুর বাজার থেকে জনৈক হারুন (৩৩), পিতা-মৃত আরফান, সাং-দামপাড়া, ৭নং ওয়ার্ড, মধুপুর পৌরসভা, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইল, ০৮টি মহিষ ক্রয় করে টাঙ্গাইল পৌঁছে দেওয়ার জন্য ঢাকা মেট্রো-ড ১২-২৬৫৫ একটি ট্রাক ভাড়া করে ঐদিন দুপুর অনুমান ০৩:২০ ঘটিকার সময় জৈন্তাপুর হরিপুর বাজার থেকে রওয়ানা করে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পয়েন্ট সংলগ্ন শ্রীরামপুর থেকে প্যারাইচকগামী বাইপাস রাস্তার উপর পৌঁছামাত্র ঢাকা মেট্রো-ঘ ১৪-৬৮৪১ রেজি: নাম্বার লিখিত একটি সাদা রংয়ের নোহা গাড়ির সামনে পুলিশ কার্ড লিখিত যোগে ০৮ জন ছিনতাইকারী ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের ট্রাকের রাস্তায় গতিরোধ করে মোঃ মতিন সরকার এর চালিত ট্রাকটিকে থামায়। পরে ছিণতাইকারীগণ ট্রাকের চারদিকে ঘিরে ফেলে এবং তাদের মধ্যে থেকে আজিজ নামে একজন লোক ডিবি পুলিশ বলে পরিচয় দিয়ে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে জোরপূর্বক ট্রাকের ড্রাইভারের নিকট হতে ট্রাকের কাগজপত্র এবং মহিষের মালিকানা সংক্রান্ত কাগজপত্র ছিনিয়ে নিয়ে ০৬ জন ছিনতাইকারী ড্রাইভার এবং তাহার হেল্পারকে জোরপূর্বক নোহা গাড়ীতে তুলে জিম্মি করে এবং অপর ০২ জন ছিনতাইকারী যথাক্রমে আজিজ এবং ফারুক মহিষসহ ট্রাকটি ছিনতাই করে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার দিকে পালিয়ে যায়। সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ মোগলাবাজার থানা এর নির্দেশক্রমে মোগলাবাজার থানার এসআই(নিঃ)/মুকুল আহমদ সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় জনতার সহায়তায় মোগলাবাজার থানাধীন শিববাড়ীস্থ প্রগতী সিএনজি পাম্প এর পাশে সিলেট-ফেঞ্চুগঞ্জ রোড হতে ০৩ জন ছিনতাইকারী ১। মোঃ মহিউদ্দিন (৪২), পিতা-হাজী সাকির আহমদ, মাতা-নূর বেগম , স্থায়ী সাং-ইসমাইল হাজীর বাড়ি, ইছানগর, ডাকঘর-আজিমপাড়া, থানা- কর্ণফুলী, জেলা -চট্টগ্রাম, ২। মোঃ তৌহিদুল ইসলাম তৈয়ব (২৪), পিতা-মৃত ইসলাম মিয়া, মাতা-সখিনা বেগম ,স্থায়ী সাং-দক্ষিণ শ্রীপুর, থানা- রামু, জেলা-কক্সবাজার, বর্তমান সাং-ইছানগর, বিএফডিসি মুখের পাশে, জসিমের বাড়ির ভাড়াটিয়া, থানা- কর্ণফুলী, জেলা -চট্টগ্রাম, ৩। মোঃ গোলাম মোস্তফা রুবেল (২৮), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-রাহিমা বেগম ,স্থায়ী সাং-বাসিয়াপাড়া, থানা- বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, বর্তমান সাং-ভাতালিয়া মসজিদের পাশে, নাসিরের কলোনী, থানা-কোতোয়ালী, জেলা -সিলেট, সহ ছিনতাইকাজে ব্যবহৃত নোহা গাড়ীটি আটক করে এবং গাড়ীতে থাকা অপর ০৩ জন ছিনতাইকারী পালিয়ে যায়। অপর পক্ষে মহিষসহ ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন বইটিকর বাজার হতে ছিনতাই হওয়া ট্রাক এবং ০৮টি মহিষ উদ্ধার করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে ছিনতাই হওয়া ০৮ টি মহিষ ও ট্রাক থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে মোগলাবাজার থানার মামলা নং-০১/৮২, তারিখ-০৬/০২/২০২৪খ্রিঃ ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধন/২০১৯) আইন, তৎসহ 170/171 পেনাল কোড 1860; রুজু করা হয়। আসামীদেরকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ