বিকাল বার্তা প্রতিনিধি>
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ ছিনতাইয়ের শিকার হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে বড়ইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা মোবাইল ও নগদ চার লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জাতীয় দৈনিক বিকাল বার্তা কে বলেন, ঘটনা সর্ম্পকে আমরা অবগত হয়েছি। তিনিও এখনও লিখিত অভিযোগ করেননি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।