বিকাল বার্তা প্রতিবেদক>>
সিলেট মহানগরীর অভিজাত শপিং মল ‘আল হামরা শপিং সিটি’র একটি জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই জুয়েলারি দোকান থেকে প্রায় আড়াই শ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ওই জুয়েলারি দোকানের স্বত্বাধিকারী।
জানা যায়, বুধবার দিবাগত (০৯ জানুয়ারি) রাত অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময়ে আল হামরা শপিং সিটির চতুর্থ তলার নুরানি জুয়েলারি নামক দোকানের (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) শাটারের তালা ভেঙে এসব স্বর্ণ চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় চোরচক্র দোকানে নতুন তালা লাগিয়ে দিয়ে যায়।
সকালে দোকানের মালিক-কর্মচারীরা এসে বিষয়টি দেখতে পেয়ে নতুন তালা ভেঙে ঢুকে স্বর্ণ চুরির বিষয়টি অবগত হন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন- দোকানে প্রায় আড়াই শ ভরি স্বর্ণ ছিলো, সব নিয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় শার্টারে নতুন তালা লাগিয়ে গেছে।
তিনি বলেন- দোকানে সিসিটিভি ক্যামেরা ছিলো। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভ ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। যার ফলে চোর বা চোরেদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভ ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।
এবষিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- প্রায় আড়াই শ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দোকানটির মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ