নিজস্ব প্রতিবেদক::
সিলেটে অভিযান চালিয়ে জুয়াড়ি ধরছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৪ জুলাই) ডিবি’র একটি টিম বিকাল সাড়ে ৫টার দিকে মহানগরের পাঠানটুলা থেকে জুয়া খেলারত ৭ জুয়াড়িকে আটক করে।
আটকরা হলেন- রইছ আলী (৬৪), মানোয়ার হোসেন (২৭), নূর ইসলাম (৪২), ইয়াসিন খাঁ (৪৫), মো. আব্দুল মিয়া (২০), মো. মনির (২৫) ও রাসেল আহমেন (২৮)।
পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।