সিলেট অফিস:: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩,৮৪,০০০/- (তিন লক্ষ চুরাশি হাজার) টাকার ভারতীয় চিনি, একটি ডিআই পিকআপ সহ ০২(দুই) জন চোরাকারবারীকে গ্রেফতার।
১৬/০৩/২০২৪খ্রিঃ অনুমান ভোর ০৬:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি এয়ারপোর্ট থানাধীন বড়শলা সাকিনস্থ এয়ারপোর্ট রোডস্থ বাইপাস পয়েন্টে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মো: আক্তার হোসেন (২৫), পিতা- তাহির উল্লাহ, মাতা: সাবুল বেগম, সাং- পানাইল পুরানপাড়া, থানা- দোয়রাবাজার, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে: বাসা নং- ১০৪, ০২ নং রোড, বনকলাপাড়া, সুবিদবাজার, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট (ডিআই পিকআপ চালক), ২। দেলোয়ার হোসেন (২৫), পিতা- মৃত ফজর আলী, মাতা: আমিরুন বেগম, সাং- নোয়াগাও, নয়াবস্তি, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট, বর্তমানে: নাসিরাবাদ হাউজিং, মুংলীরপাড়, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেটদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে ৬৪ (চৌষট্টি) বস্তা ভারতীয় চিনি মূল্য অনুমান ৩,৮৪,০০০/- (তিন লক্ষ চুরাশি হাজার) টাকা ও উক্ত ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত লাল ও কালো রংয়ের একটি ডিআই পিকআপ গাড়ি যাহার রেজি. নং-সিলেট-ন-১১-১৬৩১ পেয়ে জব্দ করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করলে এসএমপি এয়ারপোর্ট থানার মামলা নং-০৯ তাং-১৬/০৩/২০২৪ খ্রিঃ ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) মামলা রুজু করা হয়েছে।