সিলেট অফিস::
সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১২ জুয়াড়ি আটক করা হয়েছে।
সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরীর দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ডিবির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) শাহরিয়ার আল মামুন।
তিনি জানান, মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৩টার দিকে কোতয়ালী মডেল থানাধীন বেতেরবাজারস্থ মুড়ি ফ্যাক্টরির পিছনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বদরুল ইসলাম (৪৫), মো. জামাল হোসেন (৪৮), মো. আব্দুর রশিদ (৩২), জয়নাল আবেদিন (৫৫), মো. বাবুল মিয়া (৩৫), কাওসার আহমেদ (৪৫), আহাদুজ্জামান (৫২), মো. লিটন মিয়া (৪৫), আলী হোসেন (৩০), সিরাজ মিয়া(৪৮), মো. কাইয়ুম (৫৫), আব্দুল হাই (৫৫)।
এ বিষয়ে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে ননএফআইয়ার মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। মাদক, চোরাচালান ও জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত রয়েছে