সিলেট থেকে বিকাল বার্তা প্রতিবেদক::
বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা পৌণে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ দক্ষিণ সুরমার চাঁদনীঘাট মাছ বাজারস্থ আব্দুর রহমান মটরস দোকানের সামনের খালি জায়গায় জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জের বাজিতপুর থানার মোহাম্মদপুর গ্রামের মহব্বত আলীর ছেলে আলী ইসলাম (৩০), মৌলভীবাজারের কুলাউড়ার মলইছড়া গ্রামের শাহ আলমের ছেলে জামাল মিয়া (২৫), এসএমপির জালালাবাদ থানার মীরেরগাঁওয়ের মৃত তোতা মিয়ার ছেলে বদরুল ইসলাম (২৮), জকিগঞ্জের ছবরিয়া গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে আবুল কালাম (৫৫), ব্রাম্মণবাড়িয়ার নবীনগর থানার বকডহর গ্রামের আব্দুর রউফের ছেলে
আশরাফ মিয়া (৫৬), কিশোরগঞ্জের বাজিতপুর থানার শাহপুর গ্রামের মো. ইসরাফিলের ছেলে মো. রবিউল আওয়াল (৩০), এসএমপির শাহপরাণ থানার বুরহানবাগ ১৪নং বাসার মৃত তোফাজ্জল মিয়ার ছেলে মিজান মিয়া (৪৪), হবিগঞ্জের বানিয়াচং থানার ধুলিয়া ঘাটুয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে মিজানুর রহমান (২৯) ও আজমিরীগঞ্জের শরীফনগর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মাহফুজ মিয়া (২৮)।
তাদের হাতেনাতে জুয়া খেলায় ধরা হয় এবং এসময় জুয়ার সরঞ্জামও জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ