বিকাল বার্তা প্রতিবেদক;;
সিলেটে পাসপোর্ট অফিসে সন্দেহ জনক ঘুরাফেরা, গ্রেফতার পাঁচ
সিলেট বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সন্দেহ জনকভাবে ঘুরাফেরা করায় পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ মার্চ) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের একটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হোসাইন আহমদ(২৪), মোঃ নাজির উদ্দিন(২৬), আব্দুস সামাদ(২৯), মোঃ সাজু (৩০), মোঃ মাহবুব আলম (২৭)।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ১৭ মার্চ দুপুরে মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে আলমপুর পাসপোর্ট অফিসের সামনে মেইন রোডে সন্দেহ জনকভাবে ঘুরাফেরা করা অবস্থায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে