সিলেটে থেকে বিকাল বার্তা প্রতিবেদক>>সংবাদ প্রকাশের পর ঘুম ভেঙ্গেছে দক্ষিণ সুরমা থানা পুলিশের। প্রকাশিত সংবাদের ১২ ঘন্টার মধ্যেই গোপন সংবাদের ভিত্তিতে, দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির এস আই (নি:) এস এম সাইফুর রহমান এর নেতৃত্বে সন্ধ্যা সাতটায় একদল পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার হোটেল তিতাসে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ ও বেশ্যা বৃত্তিতে লিপ্ত থাকার অভিযোগে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে আটকৃতরা হলো- (১)রুপা বেগম(৩৭), পিতা- মৃত-শাহআলম, সাং- সুলতানপুর, থানা- হরিরামপুর, জেলা- মানিকগঞ্জ। (২) সাথী (২৪), পিতা- মৃত ইব্রাহিম, সাং- ধোলাইচর, থানা-বেদরগঞ্জ, জেলা-শরিয়তপুর। (৩) মরিয়ম (২০), পিতা- মৃত ইব্রাহিম, সাং- ধোলাইচর, থানা-বেদরগঞ্জ, জেলা-শরিয়তপুর। (৪) ইয়াসমিন (২৫) পিতা- মৃত ইউসুফ, সাং- ছনগাও, থানা-সোনাইমুড়ী, জেলা-নোয়াখালী। (৫) রোজিনা (৩৭), পিতা- মো: তোফাজ্জল হোসেন, সাং- বালিয়াকান্দি (নদীর উত্তর পাড়), থানা- সুনামগঞ্জ, জেলা- সুনামগঞ্জ। (৬) উজ্জ্বল মিয়া(২৩), পিতা- মৃত ছাদুল্লাহ মিয়া, সাং-মোংলাপুর, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
পরে এসএমপি সিলেট এর দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির
এস আই (নি:), এস এম সাইফুর রহমান বাদী হয়ে ডায়রী নং ১৫৫/২৪ইং দায়ের করেন, তারিখ ০৫/১২/২৪ ইংরেজী। যাহার ননএফায়ার নং ১৩২, এসএমপি এ্যাক্ট এর ৭৭/১০৪ ধারায় আদালতে সোপর্দ করেন।
অভিযানে সহযোগিতা করেন সঙ্গীয় ফোর্সের অফিসার এটিএসআইি, পারভেজ আহমদ, কং ৮৩১, ফজলুর রহমান, চালক কং ৪২১, নারী কং তামান্না, সর্বথানা- দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট।
অপর একটি অভিযানে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)'র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৮.০০ ঘটিকার সময় টহল টিম-১, কদমতলী এলাকার সিলেট রেস্টহাউজে অভিযান চালিয়ে দুই নারীসহ তিন জনকে আটক করে। অভিযানের নেতৃত্ব দিয়েছেন পুলিশ পরির্দশক (নি:) সামছুল হাবিব,সঙ্গীয় ফোর্স কনস্টেবল ৮৩৪ আবুল কালাম, কনস্টেবল ১৮২৩ তারেক আহমদ রুবেল, নারী কং ৩০৭৭ রুমি রানী দাস, নারী কং ৩০৮১ বৃষ্টি রানী দাস মহানগর গোয়েন্দা বিভাগ, এসএমপি সিলেট। গোয়েন্দা বিভাগের এমসিসি নং ৭৮৪/২৪ জিডি নং ৯৫, ননএফায়ার নং ১৩৩, তারিখ ০৬/১২/২৪ইং।এসএমপি এ্যাক্ট এর ৭৭/১০৪ ধারায় আদালতে সোপর্দ করেন।
আটককৃতরা হলো (১) কুলছুম বেগম (২৮), পিতা- আনিস বেপারী, সাং-ভবানীপুর, থানা-দৌলতখান, জেলা- ভোলা। (২) স্বপ্না বেগম (৩৫), পিতা- মৃত শাহজাহান , সাং-গাওদিয়া, থানা-লৌহজং, জেলা- মুন্সিগঞ্জ। (৩) এমাদ উদ্দিন (২৭), পিতা- আব্দুর রশীদ, সাং-শ্রীবহর, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট।
উল্লেখ্য এর আগে গত ৫ ডিসেম্বর সময় টিভি বাংলা ও জাতীয় দৈনিক বিকাল বার্তায় সিলেটের দক্ষিণ সুরমার বিভিন্ন হোটেলে অসামাজিক কার্যকলাপের সংবাদ প্রকাশিত হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ