সিলেট থেকে বিকাল বার্তা: প্রতিবেদক ::প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত হওয়ার পর থেকে সিলেটের রাজপথে মানুষের ঢল নামে। অলিগলি থেকে শত শত মানুষ মিছিল স্লোগান নিয়ে বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে, সিলেটে প্রশাসনিক ভবন, সরকারি স্থাপনা, পুলিশ কার্যালয় ও আওয়ামী লীগ নেতাদের বাসায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালাচ্ছে দুর্বুত্তরা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো মানুষের দখলে ছিলো এবং বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছিলো।
জানা গেছে, বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর বাসা, বন্দরবাজার, সিলেট সিটি করপোরেশনের মেয়রের বাসা, জেলা পরিষদ কার্যালয়, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসা, সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলরের বাসা, সোবহানীঘাট ও লামাবার পুলিশ ফাঁড়ি এবং দক্ষিণ সুরমা থানাসহ বিভিন্ন স্থাপনা ও বাসায় অগ্নিসংযোগ-ভাঙচুর করা হয়। এছাড়া আওয়ামী লীগের সহযোগী চৌদ্দ দলের বেশ কয়েকজন নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বলেন, ‘পুলিশ কার্যালয়ে আগুন দেওয়ার খবর জেনেছি। কিন্তু বর্তমানে কি অবস্থায় আছে সেটা জানা যাচ্ছে না। কারও সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।’
তিনি বলেন, ‘পুলিশের কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় হামলার খবর পাওয়া যাচ্ছে।