সিলেট ব্যুরো অফিস:
এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক একটি পিকআপ ভর্তি ৬,৮৬,১৬০/-টাকার, ২৮,০০৮ পিস বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় চকলেটসহ ০২ জন চোরাকারবারী গ্রেফতার
১৬/০৩/২০২৫ খ্রিঃ ১৬.৫০ ঘটিকায় এসআই(নিঃ)/সুমন চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ কোম্পানীগঞ্জ টু সিলেটগামী এয়ারপোর্ট থানাধীন বড়শলা সাকিনাস্থ ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপরে চেকপোস্ট করাকালে একটি রেজিষ্ট্রেশন বিহীন পিকআপসহ ০২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা পিকআপ হতে সর্বমোট ২৮,০০৮ পিস বিভিন্ন ব্রান্ডের ভারতীয় চকলেট, যার আনুমানিক মূল্য ৬,৮৬,১৬০/-টাকা এবং চোরাচালান কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলোঃ ১। নবী হোসেন (২৬), পিতা-আব্দুর রশিদ, সাং-পীরেরগাঁও, মধুটিলা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। মোঃ মোজাহিদ (৩০), পিতা-তাহির আলী, সাং-ফানাইল, দোহালিয়া, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-জামতলা, বালুচর, থানা-শাহপরাণ(রহঃ), জেলা-সিলেট। আসামীদ্বয়ের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-১৪, তাং-১৬/০৩/২০২৫খ্রিঃ, ধারা-25(1)(b)/25D The Special Powers Act 1974 রুজু হয়। আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।