হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ ভেজাল পণ্য বিক্রি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নকল কয়েল ও নকল ডিটারজেন্ট পাউডার বিক্রির দায়ে সিলেট মহানগরের কালিঘাট ও মির্জা জাঙ্গালে ৪টি দোকানে ৬০ হাজার টাকা (অর্থদণ্ড) জরিমানা করা হয়।
আমিরুল ইসলাম মাসুদ জানান- সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নকল কয়েল ও ডিটারজেন্ট পাউডার বিক্রির খবর পেয়ে কালীঘাট বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বদিউজ্জামন ট্রের্ডাসকে ১০ হাজার, মাসুম ট্রের্ডাসকে ২৫ হাজার ও রাইমুন ট্রের্ডাসকে ১৫ হাজার ও এবং র্মিজাজাঙ্গাল এলাকার বন্ধু স্টোরকে ১০ হাজার টাকা, চারটি দোকানে মোট ষাট হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এবং অর্থদন্ডের পাশাপাশি ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট ওপাম্পলেট বিতরণকরা হয়। পবিত্র রমজানে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ