তোফায়েল আহমদ : সিলেট বিভাগীয় ব্যুরো:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিলেট-1 আসনের ভোটগ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সিনিয়র জেলা নির্বাচন অফিস সিলেটের আয়োজনে 0২ জানুয়ারি মঙ্গলবার কবি নজরুল অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি ভোটগ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তাদের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি ভোটগ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তাদেরকে তাঁদের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এ পবিত্র দায়িত্ব যথাযথভাবে পালন করার তাগিদ দেন।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খান। এতে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ