সিলেট অফিস::
সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। লাইলাতুল কদর মুসলমানদের কাছে শবে কদর নামেও পরিচিত।
শনিনার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকেই সিলেটের মসজিদগুলোতে চলছে ওয়াজ, জিকির, মিলাদসহ প্রার্থনা। মহিমান্বিত এই রাতে কুরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রার্থনা করছে মুসলিম সম্প্রদায়।
সিলেটের বিভিন্ন মসজিদের পাশাপাশি সিলেট শাহজালাল (র:) দরগাহ প্রাঙ্গণেও বিশেষ প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এসময় দেশের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত এবং ‘কদর’ শব্দের অর্থ মর্যাদা। অর্থাৎ লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রাত। ইসলাম ধর্ম অনুসারে, লাইলাতুল কদর মানুষের জন্য সৌভাগ্য বয়ে আনে। এই রাতে মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারিত হয়। এ কারণে লাইলাতুল কদরের রাত অত্যন্ত পুণ্যময়। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক পূণ্যের। লাইলাতুল কদর রমজান মাসের শেষের ১০ রোজাত মধ্যে যেকোনো দিন হতে পারে। তাই মুসলমানরা শেষ ১০ দিনের বিজোড় দিনে লাইলাতুলকদর তালাশ করে ইবাদত বন্দেগী তে মশগুল থাকেন। তবে ২৬ রমজান রাতকে বেশি প্রাধান্য দিয়ে এ রাতেই ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
২৬ রমজান দিবাগত রাতটি লাইলাতুল কদর হওয়ার ব্যাপারে ইসলামি চিন্তাবিদদের বড় অংশের মত পাওয়া যায়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ