বিকাল বার্তা প্রতিবেদক>>
যথাযোগ্য মর্যাদার সাথে সিলেটে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে শুরুতেই সিলেট মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পরে সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন শ্রদ্ধা জানান। এরপর শহীদ মিনারে সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সিলেট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষ্যে ফুলে ফুলে ভরে উঠে শহীদ মিনার। এদিকে বিজয় দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি ও ছাত্রশিবিরের পক্ষ থেকে নগরীতে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটে জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করেছে।
সিলেটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা পুলিশ লাইন্সে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ