বিকাল বার্তা ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার ‘গণ মিছিল’ কে কেন্দ্র করে সিলেটে আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। রাত সাড়ে ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। সংঘর্ষে আখালিয়া থেকে আশপাশের দুই তিন কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
প্রথমে নগরের আখালিয়া এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। ক্রমেই তা মদিনা মার্কেট, তপোবন, সুবিদবাজার, পাঠানটুলা, বাগবাড়িসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে পুলিশ সাংবাদিকসহ অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে। তবে কোন নির্ভরযোগ্য সূত্র থেকে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ৮ জনকে আটকের তথ্য জানিয়েছে। আন্দোলনকারীদের থামাতে পুলিশ ব্যপক কাঁদনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে।
জানা যায়, ঘোষিত ‘ছাত্রজনতার গণমিছিল’ কর্মসুচী পালনে বেলা ৩টায় বৃষ্টির মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয় ফটকের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে অনেক বহিরাগতদেরও দেখা যায়। ক্রমেই বাড়তে থাকে জমায়েত। একপর্যায়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এসময় পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বলে। পুলিশের বাধা পেয়ে আন্দোলনকারীরা মিছিল নিয়ে মদিনা মার্কেটের দিকে রওয়ানা দেয়। পুলিশও তাদের পিছু নেয়। মিছিলটি মদিনা মার্কেট এলাকায় আসার পর পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। এরপর পুলিশও টিয়ার শেল নিক্ষেপ শুরু করে। এ থেকে বেঁধে যায় সংঘর্ষ।
পুলিশের ধাওয়া খেয়ে এক পর্যায়ে আন্দোলনকারীরা বিভিন্ন গলির ভেতর ঢুকে পড়ে। গলির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ছে। সময় বাড়ার সাথে সাথে আন্দোলনকারীদের সংখ্যা বাড়ছে। মদিনামার্কেট ও তপোবন এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে আছে হাজারো বিক্ষোভকারী। দুইপক্ষের মাঝখানে অবস্থান পুলিশের।
এই সংঘর্ষে এখন পর্যন্ত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। এরমধ্যে ৭ পুলিশ, দুই সাংবাদিক এবং পথচারীও রয়েছেন। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। শফিক আলী (১২) নামে ওই শিশুর বাড়ি সুনামগঞ্জে। তবে সে পরিবারের সাথে নগরের আখালিয়া এলাকায় থাকে। তাকে মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গলায় ছড়রা গুলি লেগেছে বলে জানা গেছে।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, পুলিশের উপর বিনা উস্কানিতে তারা প্রথমে আক্রমন করে। পরে পুলিশ প্রতিহত করছে। এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ