বিকাল বার্তা ডেস্ক:
সিলেটে পেশাগত কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের সিলেটে কর্মরত রিপোর্টার অপু বনিক এবং ভিডিও জার্নালিস্ট নওশাদ আহমেদ চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করেছেন হামলার শিকার দুই সাংবাদিক অপু ও নওশাদ।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে নগরের চৌহাট্টা পয়েন্টে পেশাগত কাজ করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হন তারা। তখন সেখানে এইচএসসি পরীক্ষায় অটোপাশের একদফা দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা।
হামলার পর পরই সময় টেলিভিশন সিলেটের রিপোর্টার অপু বনিক এক খুদেবার্তায় জানান, ‘এই মাত্র (৪.৩০ মিনিট) চৌহাট্টা পয়েন্টে আমি এবং আমার ভিডিও জার্নালিস্ট নওশাদ ভাই ছাত্রদের দ্বারা হামলার শিকার হলাম। প্রচন্ড কিল-ঘুষি, লাথি মেরেছে ছাত্ররা। কোনোরকম জীবন বাঁচিয়ে সেখান থেকে সরে এসেছি।’
হামলার শিকার সাংবাদিক নওশাদ আহমেদ চৌধুরী সিলেট ভয়েসকে বলেন, ‘আমরা আমাদের পেশাগত কাজে চৌহাট্টা গিয়েছিলাম। সেখানে যেতেই মোটরসাইকেল ঘিরে দাঁড়ায় একদল ছেলে। মোটরসাইকেল ঘুরিয়ে চলে যেতে বলে। তৎক্ষণাৎ ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। রিপোর্টার অপু বনিককে বেশি কিল-ঘুষি মারে। এমনকি লাঠি দিয়েও মারে। আমাদের ক্যামেরা নিয়ে টানাটানি করে। আমি বাম হাঁটুতে প্রচন্ড আঘাত পাই।’
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ