বিকাল বার্তা প্রতিবেদক::
সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডে এলাকাধীন,
সরকারের হাজার কোটি টাকার খাস জমি বিক্রয় বানিজ্য ,
বন্দোবস্ত লিজ আওতায় চা বাগানের জায়গা জবর দখল লুট পাট চলছে,সিলেট সদর খাদিম নগর সেটি সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের এলাকা দিন দেব পুর মৌজা জে এল নং ৯৬,৮১, এর অন্তর্ভুক্ত সরকারী খাস জমি খাদিম টি চা বাগানের জায়গা রয়েছে পাহাড় বন টিলা চা বাগান লায়েক পতিত জংগল সাইল চারা ছাড়া উপজাতি কুলি বস্তি কিন্তু কিছু অসাধু ভেক্তিরা প্রভাবশালী নেতা তাদের নিজেদের অনুসারীরা মিলে বিগত অনেক বছর ধরে অনুমোদন ছাড়া সরকারী খাস জমি জবর দখল করে নিচ্ছে ও দখল ইস্টাম মাধ্যমে বিক্রি হচ্ছে অনুমোদন ছাড়া পাহাড় বন টিলা চা বাগান কেটে উজাড় করে দিতেছে এবং অনুমোদন ছাড়া সরকারী খাস জমি চা বাগানের জায়গার উপর ফাঁকা ওয়ালের বিল্ডিং টিনের ঘর বাড়ী তৈরি করা হচ্ছে এবং হয়েছে এবং খাদিম পাড়া ২ নং রোডের শেষ ৯ নং উপজাতি বস্তি এলাকার বাসিন্দারা কখনোই বসবাস করছেন এদিকে ৯ নং উপজাতি কুলি বস্তি এলাকার পরিবর্তন করে নাম দিয়েছেন উত্তর মোহাম্মদ পুর ফাতেমা নগর কাগজে উল্লেখযোগ্য আছে খাদিম চা বাগান কিন্তু প্রভাবশালী যুবলীগ নেতা বর্তমান সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম মলন মেম্বার ও পাহাড় টিলা কাটার কনটেক্সটার ঠিকাদার মোঃ সাদিকুর রহমান সৈয়দ পুর এলাকার বাসিন্দা গং মিলে বিগত কয়েক বছর ধরে নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রকাশিত সরকারী খাস জমি জবর দখল করে নিচ্ছে ও বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মামলা দায়ের করে মামলা চলাকালীন সময়ে নিজেদের নামে পরিচিত বস্তি এলাকা বানিয়ে দখল করে নিচ্ছে ও দখল ইস্টাম মাধ্যমে বিক্রি হচ্ছে অবিরাম ভাবে অনুমোদন ছাড়া পাহাড় বন টিলা কেটে উজাড় করে দিতেছে এবং অনুমোদন ছাড়া সরকারী খাস জমি চা বাগানের জায়গার উপর ফাঁকা ওয়ালের বিল্ডিং টিনের ঘর বাড়ী তৈরি করা হচ্ছে এবং হয়েছে এতে সিলেট বিভাগীয় পরিবেশ জেলা প্রশাসক এসিলেনট ইউএনও নিরব ভূমিকা পালন করছেন এদিকে সরকারের হাজার কোটি টাকার খাস জমি বন্দোবস্ত লিজ আওতায় খাদিম টি চা বাগানের জায়গা জবর দখল লুট পাট চলছে।