এ এ রানা;;
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)'র পৃথক অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ২৮ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ১২ টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর ও চাদঁনীঘাট মাছবাজার এবং কীনব্রিজের নীচে মেতর পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম বুধবার বিকেল পৌনে ৩টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরের পাশে চাঁন মিয়ার চায়ের দোকানের সামনের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ১০ জুয়ারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোগলাবাজার থানার মো. আব্দুল মতিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৪), একই থানার মৃত ইজার আলীর পুত্র মো. ইয়ারুফ আলী (২৮), মৌলভীবাজার সদর থানার মৃত সুধীর দাশের ছেলে সুজিত দাশ(৪০), গোয়াইনঘাট থানার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (২৮), সুনামগঞ্জের বিশম্বরপুর থানার মৃত আবুল কালামের ছেলে মো. রাসেল আহমেদ(২১), সিলেটের গোয়াইনঘাট থানার আব্দুল আহাদের ছেলে শামীম আহমদ (২৮), মোগলাবাজার থানার বোরহান উদ্দিনের ছেলে মো. আবু সাইদ (১৯), সুনামগঞ্জের বিশম্বরপুর থানার আবু বক্করের ছেলে মো. তাজুল ইসলাম (২৯), শান্তিগঞ্জ থানার মৃত বশির মিয়া ছেলে সুমন আহমেদ (৩০) ও জকিগঞ্জ থানার মইয়ব আলীর ছেলে কুতুব উদ্দিন (৩০)।
একই দিন বিকেলে সাড়ে চারটার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন চাদঁনীঘাটের হোটেল মারজানের সামনের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে আরও ১২ জুয়ারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, রুপন তালুকদার (৩৪), মাহাবুব আলম বাপন (৩০), মোঃ হাসান আহমদ (২৪), আলমগীর মিয়া(৩৩), মোঃ মানিক উরফে মাসুক (৩০), মাজেদ আহমেদ(২৫), মোঃ সাদ্দাম হোসেন (৩৪), রিপন আহমেদ (২৮), মোঃ শাকিল (২৬), মোঃ মোকররম আলী (৩৪), গৃথীরাজ রায় (৪৫) ও মোঃ সানি (২০)।
এর পর রাত ১২টার দিকে কীনব্রিজের নীচে মেতর পট্টি এলাকায় অভিযান চালিয়ে মানিকসহ আরো ৬ জনকে আটক করা হয়।
বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার(ডিবি) তাহিয়াত আহমদ চৌধুরী।
গ্রেফতারকৃত আসামীদের সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ