নিজস্ব প্রতিনিধি;;
সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সিলেটে স্বেচ্ছাসেকলীগ নেতা উবাইদুল হক অনিক (২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী দায়েরকৃত একটি মামলাও রয়েছে।
রোববার (২০ এপ্রিল) ভোরে তাকে মহানগরের মাছিমপুরস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ।
অনিক মাছিমপুর লাকার জুনু মিয়ার ছেলে ও সিলেট মহানগর ২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা। এর আগে একই মামলায় আরেক আসামী মনজু আহমদকে গ্রেফতার করে পুলিশ।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্ল্যেখ্য শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নগরের ল’কলেজ সংলগ্ন এলাকায় মোটর সাইকেল পার্কিং নিয়ে কথাকাটাকাটির জেরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক আজিজের ওপর হামলা করে দিপু ও তার বাহিনী।
এ ঘটনায় শনিবার (১২ মার্চ) স্বেচ্ছাসেবকদল কর্মী মোস্তাক আহমদ বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন।
এজাহারে ২৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।