সিলেট অফিস::
সিলেটে হঠাৎ করেই শিলা বৃষ্টি হয়েছে। রোববার রাত সোয়া ১০টার দিকে শীলা বৃষ্টি শুরু হয়। প্রায় দশ মিনিটের মতো চলে এই শিলা বৃষ্টি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, শিলা বৃষ্টিতে সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলায় ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। বড় বড় শিলায় নগরীর বিভিন্ন জায়গায় মাইক্রোবাস (কার), সিএনজি (অটোরিকশা) এর গ্লাস ফেঁটে যায়।
এছাড়াও গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে শিলার আঘাতে দুই ব্যক্তির মাথা ফেঁটে যায়। বর্তমানে স্থানীয় চিকিৎসক বি. কর্মকার এর কাছে চিকিৎসা চলছে বলে খবর পাওয়া যায়।
এদিকে সিলেট নগরীতে হঠাৎ শিলা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ঈদের শপিংয়ে আসা ক্রেতারা। হঠাৎ করেই শিলা বৃষ্টি শুরু হলে দিক বেদিক ছুটোছুটি করে বিভিন্ন মার্কেটে আশ্রয় নেন।