বিকাল বার্তা প্রতিনিধি>>
চলতি বছরের আড়াই মাসে সিলেট জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ডাকাত দলের ২৯ সদস্য। এর মধ্যে মার্চ মাসের ১৫ দিনে গ্রেফতার হয়েছে ৯ ডাকাত। রবিবার সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার এএসপি মো. সম্রাট তালুকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ১৫ মার্চ রাতে দক্ষিণ সুরমার কামালবাজার এলাকা থেকে সুমন আহমদ নামের এক ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। একই দিন জকিগঞ্জ থেকে গ্রেফতার হয় ডাকাত রাসেল আহমদ রাসু। এর আগের দিন ১৪ মার্চ রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা দক্ষিণ সুরমার কদমতলী বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে শহীদ, বুরহান উদ্দিন বাছন ও হুমায়ূন নামের তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করে। ১১ মার্চ রাতে বালাগঞ্জ থেকে আবুল হোসেন নামের এক ডাকাত ও ৯ মার্চ বিয়ানীবাজার থেকে কামাল মিয়া নামের অপর এক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। ৩ মার্চ বিয়ানীবাজার থেকে কামাল মিয়া নামের ডাকাতি মামলার আরও এক আসামীকে গ্রেফতার করা হয়। ১ মার্চ বিশ্বনাথ থেকে গ্রেফতার হয় আবদুল মুমিন নামের এক ডাকাত সদস্য।
এছাড়া জানুয়ারি মাসে ১৩ জন ও ফেব্রুয়ারিতে ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করে জেলা পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় এরকম অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার মো. সম্রাট তালুকদার।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ