স্টাফ রিপোর্টার>>
নগরীর শিবগঞ্জ সড়কে যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার গং ৪ ভাইয়ের প্রায় ৩০ কোটি টাকা মুল্যের ভুমি অবৈধ দখলদার থেকে উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
এ উপলক্ষে সোমবার বিকেলে শিবগঞ্জ পয়েন্ট সংলগ্ন ভুমিতে এক সভার আয়োজন করা হয়। সাংবাদিক-সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি কমিশনার মোঃ রেজাউল করিম। ভুমি মালিকের পক্ষে আনোয়ার হোসেন বলেন প্রায় ৫ বছর পুর্বে আকরামুজ্জামান চৌধুরী নামক এক ব্যক্তি অবৈধ প্রভাব খাটিয়ে তাদের ভুমি দখল করে নেন। এরপর সরকারের বিভিন্ন এজেন্সির কাছে আবেদন নিবেদন করেও কোন লাভ হয়নি। সম্প্রতি তিনি এসএমপি কমিশনারের তার দলীল দস্তাবেজসহ আবেদন করলে তিনি তদন্ত সাপেক্ষে তার সত্যতা পান এবং অবৈধ দখলদার থেকে তা উদ্ধার করেন।
আনোয়ার হোসেন এজন্য এসএমপি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে ভুমিখেকো আকরামুজ্জামান চৌধুরীসহ দখলদার চক্রের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
প্রধান অতিথি এসএমপি কমিশনার মোঃ রেজাউল প্রবাসীসহ সকলকে আশ^স্ত করে বলেন, সকলের সহযোগিতা থাকলে আমরা দখলদার চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সজীব খান, ভুমি মালিক আনোয়ার হোসেন, এনায়েত হোসেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সাবেক ভুমি কর্মকর্তা মোজাহারুল হক। এছাড়া সভায় সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ