সিলেট প্রতিনিধি::
সিলেটে গত ৫ আগস্ট লুন্টিত অস্ত্রগুলোর মধ্যে ৭৭টি এবং কিছু গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এগুলোর মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ৬০টি এবং পুলিশ ১৭টি অস্ত্র উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে এসএমজি, শর্টগান, কাটারাইফেল, পিস্তল, গ্যাসগান ইত্যাদি।
গত ৫ আগস্ট এসব অস্ত্র সিলেট মহানগরীর বিভিন্ন থানা এবং পুলিশের বিভিন্ন সদস্যের কাছ থেকে লুট করা হয়েছিল।
সিলেট মহানগর এলাকার থানা, ফাঁড়ি বা পুলিশ সদস্যদের কাছ থেকে লুন্টিত অস্ত্রগুলো নিকটস্থ থানা বা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।