স্টাফ রিপোর্টার >>সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ফের স্বর্ণ আটক করা হয়েছে। বিমান থেকে ৮ পিস স্বর্ণের বার জব্দ বিমানেবন্দরের শুল্ক গোয়েন্দারা।
শুক্রবার ১২টার দিকে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটের একটি বিমান থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, বিমানের ভেতর যাত্রীবিহীন সিট থেকে ৮পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের পরিমাণ ৯২৮ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এরআগে ৬ ফেব্রুয়ারি প্রায় ২১ কোটি টাকার স্বর্ণসহ দুজনকে আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা। দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২–এর দুজন যাত্রীর লাগেজ তল্লাশি করে ওই স্বর্ণ পাওয়া যায়।