স্টাফ রিপোর্টার:
কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৭৮ (আটাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদককারবারী গ্রেফতার করেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় এসআই ইবাদুল্লাহর নেতৃত্বে এএসআই ইলিয়াস রহমান সঙ্গীয় ফোর্সসহ কোতোওয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ পোষ্ট অফিসের প্রধান ফটক থেকে ওজিমুল রহমান নামের একজনকে ২৫ পিছ ইয়াবাসহ আটক করা হয় এবং অপর দিকে দুপুর ১টার সময় বন্দরবাজার পেপার পয়েন্ট থেকে ৫৩পিছ ইয়াবাসহ মো: রহিম নামের কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত কারবারীদের বিরুদ্ধে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইন ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়। যার মামলা নং ০৭। গ্রেফতারকৃত আসামীরা হলেন ওজিমুল রহমান (৩০) পিতা আব্দুল সাত্তার, মাতা- ফাতেমা খাতুন, সাং-কুরি কাহনিয়া থানা -ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ, বর্তমান কানিসাইল ১নং রোড, থানা-শাহাপরান জেলা- সিলেট ও ১। মো রহিম (৪০) পিতা আব্দুল হান্নান, মাতা- হালিমা খাতুন, সাং – ৯/১ আখালিয়া, নেহারি পাড়া থানা- জালালাবাদ, জেলা-সিলেট। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।