বিকাল বার্তা প্রতিনিধি>> সিলেটের কোম্পানীগঞ্জে অপরাধ এবং মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে থানা পুলিশ। স্থানীয় তেলিখাল ইউনিয়নের গৌখালেরপার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশী পিস্তল, পাঁচ কেজি গাঁজা এবং নগদ প্রায় সাড়ে আট লাখ টাকা সহ হোছনা বেগম (৪৫) নামক মাদক সাম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ। তিনি ওই গ্রামের কাছাব আলীর স্ত্রী।
জানা যায়, স্থানীয় গৌখালের পার এলাকার একটি সংঘবদ্ধ অপরাধী চক্র কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাই, রাহাজানি ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। ইতিপূর্বে এ চক্রের সাথে তৎকালীন স্থানীয় রাজনীতিকদের আঁতাত থাকায় এদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।
কোম্পানীগঞ্জ থানা সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে পুলিশ গৌখালেরপার এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানকার অপরাধিরা পালিয়ে গেলেও পুলিশ ওই গ্রামের কাছাব আলীর ঘরে অভিযান চালিয়ে গৃহকর্তা কাছাব আলীর স্ত্রী হোছনা বেগমকে আটক করে এবং তার দেয়া তথ্যমতে ঘর থেকে একটি বিদেশী পিস্তল, ৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই শরিফুল ইসলাম, এসআই তন্ময় কান্তি দাস, এসআই শরিফ আহমেদ, এএসআই শিশির আহমেদ মুকুল, এএসআইগ শামীম আহমেদ।
পুলিশ পরিদর্শক উজায়ের আল মাহমুদ আদনান জানান, এ ঘটনায় ৩ জনকে এজাহারনামীয় আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ