এ এ রানা::
সিলেটের জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে দশ টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মোকামবাড়ী এলাকার আলাউদ্দিনের ছেলে শিহাব (২২) ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯)।
আহতরা হলেন, মোকামবাড়ী এলাকার আব্দুল হান্নানের পুত্র পাবেল (১৯), মোকামপুঞ্জি এলাকার খট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)। এছাড়াও বাকি আহতদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায় নি।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে দশ টার দিকে ডিআই পিকআপ (ঢাকা মেট্রো - ন - ১৫ ২৯৯৯) বেপোরয়া গতিতে নলজুরী যাচ্ছিল। জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে আসামাত্র দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শিহাব প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল রেজাকে মৃত ঘোষনা করেন।
আহত বাকি ২জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও গুরুতর আহত অবস্থায় আরও ২জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে এ ঘটনায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় উত্তেজিত জনতা। পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম পিপিএম বলেন, এ ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বর্তমানে সিলেট-তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ