এ এ রানা::
সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জনের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে উপজেলার লালাবাজার ভরাউটের রাস্তার মুখে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় অটোরিকশা চালক সহ মোট ৬ জন আহত হয়েছিলেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু ঘটে।
নিহতরা হলেন, বিশ্বনাথ উপজেলার ইলিমপুর গ্রামের সোনা মিয়া মিয়ার স্ত্রী নাজমা বেগম(১৮) ও একই উপজেলার বহ্নি গ্রামের ধনাই আলীর পুত্র মনসুর আলী।
এছাড়াও এঘটনায় আহতরা হলেন, বিশ্বনাথ উপজেলার উত্তর মসুলা( জানাইয়া) গ্রামের ফজলুর রহমানের পুত্র সাইফুর রহমান (১৮), একই উপজেলার ইলিমপুর আঙ্গুর আলীর স্ত্রী আছমা বেগম(৪২)।
বিষয়টি নিশ্চিত করেছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই জাফর ইমাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া সিএনজিচালিত রেজিস্ট্রেশনবিহীন একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপটির তেমন ক্ষয়ক্ষতি না হলেও সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
এ ঘটনায় অটোরিকশাচালকসহ গাড়িতে থাকা ৫ যাত্রী আহত হন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।