সিলেট থেকে বিকাল বার্তা প্রতিবেদক ::সিলেটের মহানগরীর লাক্কাতুরা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার (ডিবি)’র সার্বিক দিক-নির্দেশনায়, অদ্য ১৩/০৭/২০২৪ খ্রি. রাত আনুমানিক ২২:৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চাপাতল সাকিনস্ত প্রশান্ত এন্ড শর্মি স্টোরের সামনে সুমন@বাটার সুমনের জুয়ার বোর্ড হতে জুয়া খেলারত অবস্থায় আসামী ০১। মোঃ মোত্তাকিন (৫০), ০২। মাছুম আহমেদ (৩০), ০৩। মোঃ শাদিদুল ইসলাম (৩৫), ০৪। দিলোয়ার হোসেন (৪৫), ০৫। আবু বক্কর (৫৫), ০৬। মোঃ আজিজুল হক (৩৮), ০৭। আইনুল (৬০) মোট ০৭ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানায় নন এফআইআর প্রক্রিয়াধীন, ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫, মূলে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।