বিকাল বার্তা প্রতিবেদক>>কোতোয়ালী মডেল থানা পুলিশ মিরাবাজার এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
গতকাল শনিবার (৮মার্চ) বিকাল সোয়া তিনটার সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আব্দুল হালিম (৬০), একই থানার বড়ছড়া গ্রামের মোঃ নূর ইসলামের ছেলে মোঃ জীবন আহমদ (২৩) ও নগরীর চারাদিঘীরপাড় এলাকার মৃত মছদ্দর আলী মোঃ শামীম আহমদ কবির (৫৪)।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল ৮ মার্চ বিকাল সেয়া তিনটার সময় মোঃ মনির হোসেন (৩৮) এবং তার পরিবার সিএনজি অটোরিক্সায় যাচ্ছিলেন। যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তাদের গলায় চাকু ধরে নগদ ৬৫০০ টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
সিএনজি যাত্রীর চিৎকারে স্থানীয়রা তিনজনকে আটক করতে সক্ষম হয়, তবে একজন ছিনতাইকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
এসময় ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (রেজিঃ নং- সিলেট-থ-১২-২০৮৬), একটি ধারালো চাকু ও ৪টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ধারা: আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধনী-২০১৯) এর ৪/৫ মামলা দায়ের করা হয় মামলা নং-২০। থানার রেকর্ডপত্র র্পযালোচনা করে ছিনতাইকারীদের বিরুদ্ধে একাধিক মামলা পাওয়া যায়
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ