বিকাল বার্তা ডেস্ক ::
সিলেটসহ সারাদেশে বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ১৩৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করেছে সরকারি এ তদারকি সংস্থাটি।
সোমবার (১৮ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ( প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৬টি টিম বাজার তদারকি করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫১টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় সারাদেশে ৫৭টি টিম বাজার তদারকির মাধ্যমে ১৩৭ প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে ঢাকা বিভাগে ৩০টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৯২ হাজার টাকা, চট্টগ্রাম বিভাগে ১১টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৬ হাজার টাকা, রাজশাহী বিভাগে ১৫টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার ৫০০টাকা, রংপুর বিভাগে ১৭টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৯ হাজার টাকা, খুলনা বিভাগে ১৯টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা, বরিশাল বিভাগে ১৬টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার ৫০০ টাকা, সিলেট বিভাগে ১৭টি প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা, ময়মনসিংহ বিভাগে ১১টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫০০ টাকা এবং ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয় একটি প্রতিষ্ঠানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ