স্টাফ রিপোর্টার>>অবশেষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের মধ্যস্থতায় পরিবহন শ্রমিকদের বিরোধ নিষ্পত্তি হয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধ নিয়ে বিভক্তির অবসান ঘটিয়ে উভয় পক্ষ ‘মিলেমিশে’ ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গত ২৩ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ও ফলাফল প্রকাশিত হয়। নির্বাচনের পর সভাপতি পদে বিজয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে বিরোধ দেখা দিলে বৃহস্পতিবার বিকেল ৩টায় এসএমপি সদর দপ্তরে উভয় পক্ষ নিয়ে বৈঠকে বসেন এসএমপি কমিশনার মো. রেজাউল করিম।
বৈঠকে পুলিশ কমিশনার বলেন, নির্বাচনের সময় পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, সেনাবাহিনী, আনসার, ভিডিপি ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করেন। সিটিএসবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও নির্বাচন পর্যবেক্ষণ করেন।
পুলিশ কমিশনার বলেন, নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে শতভাগ স্বচ্ছতার সাথে সব কার্যক্রম পরিচালিত হয়েছে। যেসব অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সঠিক পথে পরিবহন শ্রমিকদের এগিয়ে যেতে হবে।
পুলিশ কমিশনার এবং উপস্থিত অন্যান্য সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে পরাজিত প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে একত্রে কাজ করার অঙ্গিকার করেন। সভায় আরো উপস্থিত ছিলেন- সেনাবাহিনী, বিআরটিএ, ডিজিএফআই, সড়ক ও জনপথ বিভাগ, র্যাব-৯, সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ, সিলেট বাস মালিক সমিতি, সিলেট জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতি, লেগুনা শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা ট্রাক মালিক সমিতি, সিলেট জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা সড়ক পরিবহন ইউনিয়ন এর সদস্যবৃন্দ এবং কুমারগাঁও বাস টার্মিনাল শ্রমিক সভাপতি ও সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের প্রধান কমিশনার।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ