এ এ রানা::
সিলেট সদর খাদিম নগর সিলেট সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডের এলাকা দিন শাহ পরান থানা আওতাভুক্ত, খাদিম নগর মৌজা জে এল নং ৭১ এর অন্তর্ভুক্ত খাদিম টি চা বাগানের জায়গা রয়েছে পাহাড় বন টিলা চা বাগান। লায়েক পতিত জংগল সাইল চারা নালা ছরা রয়েছে।
১৯৫৬ ইং সালে বন্দোবস্ত লিজ বাতিল হয়ে যাওয়ার পর বর্তমান ২০১২, সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত বন্দোবস্ত লিজ দেওয়া হয় নি। আফজাল রশিদ চৌধুরী নামে পরিচিত খাদিম টি চা বাগানের জায়গা কিন্তু প্রভাবশালী চক্র বিভিন্ন স্থানের মানুষ এসে দল বদ্ধ হয়ে বাট বরটন করে নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রকাশিত সরকারী খাস জমি বন্দোবস্ত লিজ আওতায় খাদিম টি চা বাগানের জায়গা জবর দখল করে নিচ্ছে ও দখল ইস্টাম মাধ্যমে বিক্রি হচ্ছে। অনুমোদন ছাড়া পাহাড় বন টিলা চা বাগান কেটে উজাড় করে দিতেছে এবং অনুমোদন ছাড়া সরকারী খাস জমি চা বাগানের জায়গায় বস্তি এলাকা বানিয়ে কেনা বেচা বিক্রি হচ্ছে এবং যে যেভাবে পারছে ফাঁকা ওয়ালের টিনের ঘর বাড়ী তৈরি করা হচ্ছে এবং হয়েছে।
এতে জড়িত রয়েছে প্রভাবশালী নেতা মোঃ মখলিছুর রহমান সুরমা গেইট বাগান বাড়ির বাসিন্দা আব্দুল কালাম আজাদ পাটুয়ারী, সাবেক বাড়ী নোয়াখালী ফেনী বর্তমান বহর কলনীর বাসিন্দা তাদের নিজেদের কিয়ারঠেকার চৌকিদার আক্কাস আলী ও তাদের লাঠিয়াল বাহিনীর সদস্যরা হলেন বিএনপির সদস্যরা হলেন হুমায়ূন আহমেদ সিবলু মিয়া সাইফুল ইসলাম, কামরুল ইসলাম,নজরুল ইসলাম মানিক মিয়া, রফিক দেওয়ান, আনোয়ার হোসেন, আরাফাত হোসেন, তারেক তানিন মিয়া, মামুন মিয়া, আফজল হোসেন, উছমান আলী, মহরিল গং মিলে আন্দোলন করে বাট বরটন করে নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রকাশিত সরকারী খাস জমি বন্দোবস্ত লিজ আওতায় খাদিম টি চা বাগানের জায়গা জবর দখল লুট পাট করছে এবং বিভিন্ন ধরনের দলিল তৈরি করে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মামলা দায়ের করে। মামলা চলাকালীন সময়ে নিজেদের নামে পরিচিতি বস্তি এলাকা বানিয়ে দখল করে নিচ্ছে ও দখল ইস্টাম মাধ্যমে বিক্রি হচ্ছে। এতে সিলেট বিভাগীয় পরিবেশ জেলা প্রশাসক ইউএনও এসিলেনট তফসিল সরকারী কর্মকর্তা গং নিরব ভূমিকা পালন করছেন।
এদিকে ভূমিখেকো দখল লুট পাট চলছে অনুমোদন ছাড়া সরকারী খাস চা বাগানের জায়গা পাহাড় বন টিলা কেটে উজাড় করে দিতেছে এবং অনুমোদন ছাড়া ফাঁকা ওয়ালের টিনের ঘর বাড়ী তৈরি করা হচ্ছে। এতে দিনের পর দিন সরকারের হাজার কোটি টাকার খাস জমি পাহাড় বন টিলা চা বাগান উজাড় হচ্ছে দেখার কেউ নেই।