বিকাল বার্তা প্রতিবেদক>>
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে পৌনে ১ কোটি টাকার সুপারি, পাথর, পাউডার, বালি ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করা হয়।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান, রোববার সকালে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৮৫৫ কেজি ভারতীয় চিকোরি পাউডার, ৪ হাজার ৪৪০ কেজি চিনি, সুপারি, পাথর, বালি ও মাদকদ্রব্য জব্দ করে।
জব্দকৃত পণ্যসামগ্রীর আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।
অভিযানকালে অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত একটি নৌকাও আটক করে বিজিবি সদস্যরা।
জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন