স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় পিতা ও পুত্র আহত হয়েছেন। আহতরা হলেন মিরজু মিয়া (৪৫) ও তার পুত্র নাঈম আহমদ (২২)।
এর মধ্যে গুরুতর আহত মিরাজু মিয়াকে প্রথমে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ৪ টায় জগন্নাথপুর উপজেলার রানীগনজ ইউনিয়নের রানীগঞ্জ বাজারের দক্ষিণ পাড়ে টম টম স্ট্যান্ড এলাকায়।
জানাযায়, উপজেলার রানীগনজ ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মিরজু মিয়া ও একই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে কউছর মিয়ার মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়।
এসময় হামলায় তাদের ধারালো অস্ত্রের আঘাতে মিরজু মিয়া ও নাঈম আহমদ আহত হয়। এসময় তাদের আর্তচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত নাইম আহমদ জানান, মোটর সাইকেল যোগে আমার বাবাকে নিয়ে বাড়ি যাওয়ার পথে রানীগন্জ বাজারের দক্ষিনপাড়ে টমটম স্ট্যান্ডে পৌছামাত্র প্রতিপক্ষ সাফিক, কাউছার সহ একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায়। এসময় আমাদের আহত করে আমার বাবার সাথে থাকা এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। হামলায় ঘটনায় নাঈম আহমদ বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ