স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিরোধপূর্ণ ভূমিতে অবশেষে ১৪৪ ধারা জারি করা হয়েছে।জগন্নাথপুর পৌরশহরের লুদরপুর গ্রামের মিরাজ মিয়ার ছেলে নাজির মিয়া বাদি হয়ে হবিবপুর (শাহপুর) গ্রামের শহীদ মিয়া গংদের বিরুদ্ধে ফৌজদারী কা: বি: ১৪৪ ধারা মতে অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে গত ১৩ মে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সুনামগঞ্জ মামলাটি আমলে নিয়ে ১৪৪ ধারা জারি করেন।
আদেশে বলা হয়েছে, নালিশা ভূমি নিয়ে শান্তি ভঙ্গের আশংকা থাকায় নালিশা ভূমিতে দ্বিতীয় পক্ষকে প্রবেশে অস্থায়ীভাবে বারিত করা হলো। কেন তা স্থায়ী করা হবে না তৎ মর্মে দ্বিতীয় পক্ষকে আদালতে হাজির হয়ে আগামী ১২ জুন কারণ দর্শাতে বলা হয়।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এ এস আই) এবাদুর রহমান বলেন , 'বিজ্ঞ আদালতের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দ্বিতীয় পক্ষ বিরোধপূর্ণ ভূমিতে প্রবেশ করতে পারবেন না। আমরা তাদেরকে নোটিশ প্রদান করেছি।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে আদালত ১৪৪ ধারা জারি করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি।
প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের শাহপুর মৌজাস্থ জেল এল নং-৬৮, এস, এ খতিয়ান নং- ২৫২ , হালে- ৪২৪, এস এ দাগ- নং-৬০ হালে- ৬৭, পরিমাণ- ০.১৫ একর বাড়ি রকম ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার উভয়পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিয়ে একটি পক্ষ টিম পজেটিভ বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রে অভিযোগ করলে প্রতিনিধি দল একাধিকবার এসে বিষয়টি সূরাহা করতে পারেনি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ