সিনেট অফিস:
সুনামগঞ্জের দিরাইয়ে এক দিনমজুর পিতার ১২ বছরের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী কন্যাকে ধর্ষণ করেছে কালা মিয়া (৫০) নামে এক পাষণ্ড। সে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে । বৃহস্পতিবার (১৮এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে জারলিয়া ও সরঙ্গল গ্রামের মধ্যবর্তী হাওরে এ ঘটনাটি ঘটে।
রক্তাক্ত অবস্থায় ধর্ষিতাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক গুরুতর আহত দেখে সিলেট ওসমানী কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ধর্ষিতার পরিবার সুত্রে জানা যায়, ধর্ষিতার বাবা গ্রামের এক গৃহস্থের ঘরে দিনমজুরি করেন। তার মা বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষিতা কিশোরীকে নিয়ে বাড়ির পাশের হাওর থেকে ধানের খড় সংগ্রহ করছিলেন। সন্ধ্যার দিকে সংগ্রহীত খড় নিয়ে তিনি বাড়ী আসেন, এসময় অবশিষ্ট খড়ের পাশে ধর্ষিতাকে রেখে, পাশের জমিতে কাজে থাকা পার্শ্ববর্তী গ্রামের কালা মিয়াকে বলে আসেন মেয়েটিকে দেখে রাখার জন্য। ফিরে এসে দেখেন মেয়েটি রক্তাক্ত অবস্থায় সেখানে পরে আছে।
এ অবস্থায় বুদ্ধি প্রতিবন্ধি মেয়েকে দেখে ওই কিশোরীকে জিজ্ঞেস করলে, ধর্ষিতাকে পাষণ্ড কালা মিয়ার বাড়িতে নিয়ে গেলে বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী ধর্ষক কালা মিয়ার দেখিয়ে দেয়। এসময় ধর্ষক কালা মিয়া পালিয়ে যায়। স্থানীয়দের সেখান থেকে তাকে নিয়ে হাসপাতালে আসেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রশান্ত তালুকদার জানান, প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে, আশংকা জনক অবস্থায় রাত দশটার দিকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ধর্ষক কালা মিয়ার গ্রেপ্তার করা হয়েছ। উক্ত ঘটনার বিষয়ে মামলা আইনগত প্রক্রিয়াধীন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ